ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিতর্কিত বসতি সম্প্রসারণ বিল অনুমোদন দিয়েছে ইসরাইল

প্রকাশিত : ১০:৪০, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিতর্কিত বসতি সম্প্রসারণ বিল অনুমোদন দিয়েছে ইসরাইল। এর মাধ্যমে ফিলিস্তিনের ভূমি দখলের বৈধতা আরোপ করা হল। সোমবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এ আইন কার্যকর হলে পশ্চিমতীরে তার অতিরিক্ত বসতি স্থাপন বৈধতা পাবে। এর আগে, পশ্চিম তীরে অবৈধভাবে নির্মাণ করা বসতি ভেঙে দেয়ার নির্দেশ দেয় আদালত। এ নির্দেশের পর পার্লামেন্টের সদস্যরা বিলটি পার্লামেন্টে তোলার জন্য তীব্র চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। অন্যদিকে হোয়াইট হাউজ এই বসতি নির্মাণ ইসরাইলের জন্য শান্তিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি