ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিনা বিচারের কারাগারে রাখার জন্য দায়ীদের শাস্তি হবেঃ আইনমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৯, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০০, ১১ ডিসেম্বর ২০১৬

বিনা বিচারের কারাগারে রাখার জন্য দায়ীদের শাস্তি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন খসড়া তৈরি হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনমন্ত্রী। প্রায় দেড়যুগ কারাগারে বিনা বিচারে আটক থাকার পর গেল সপ্তাহে জামিন পান কামাল-মকবুল ও বিল্লাল। বিনা বিচারে বছরের পর বছর আটক থাকার বিষয়ে ক্ষোভ জানায় হাইকোর্ট। নির্দেশ দেয় সারাদেশে বিনাবিচারে বন্দীদের তালিকা করার। এরপর গণমাধ্যমে বিনা বিচারে আটকের নানা ঘটনা বেরিয়ে আসতে শুরু করে। রোববার রাজধানীতে মানবাধিকার বিষয়ক এক আলোচনা শেষে আইন মন্ত্রী বলেন, বিনাবিচারে আটক রাখার ক্ষেত্রে দায়ীদের শাস্তি দেয়া হবে। এছাড়া যুদ্ধাপরাধীদের সম্পত্তি জব্দ করার বিষয়ে আইন প্রণয়নের প্রাথমিক কাজ চলছে বলে জানান তিনি। এর আগে বাংলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় বাল্য বিয়ে নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েন আইনমন্ত্রী। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে সম্মানা দেয়া হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি