ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৩০ জুন ২০২২

ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

ব্যাগের মালিক মঙ্গলবার রাতে দুবাই যাওয়ার জন্য চেক-ইন করার পর ধরা পড়ার ভয়ে ব্যাগ রেখেই বিমানবন্দর থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন তারা।

পরে ওই ব্যাগ খুলে ২২ লাখ ৯৯ হাজার ৬০০ সৌদি রিয়াল পাওয়া যায়, বর্তমান বিনিময় হারে যার মূল্য্য প্রায় ছয় কোটি টাকা।

কাস্টমসের প্রিভেন্টিভ শাখার কর্মকর্তা প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, “এমিরেটসের দুবাইগামী একটি ফ্লাইটের চেক-ইন চলার সময় প্যাসেঞ্জার্স হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমে স্ক্যানারে একটি ব্যাগে ব্যাংক নোটের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগের মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় এভিয়েশন সিকিউরিটি এবং কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা লাগেজটি কাস্টমস হলে নিয়ে আসেন। অন্যান্য সংস্থার উপস্থিতিতে সেটি খোলা হয়। লাগেজে ৩১টি শার্টের ভেতরে কাগজের বোর্ডের মধ্য মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।”

প্রদীপ কুমার রায় জানান, ব্যাগের ট্যাগ থেকে জানা গেছে, ওই যাত্রীর নাম মামুন খান। তিনি চেক-ইন করার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা না সেরেই এয়ারপোর্ট ছেড়ে যান। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি