ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বে টানা নবম জয় ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৭, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমার্ধে অনেক্ষণ ধরে ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা আটকে রেখেছিল একুয়েডর। কিন্তু  শেষ পর্যন্ত থামানো যায়নি গোলের জন্য মরিয়া ব্রাজিলকে।


দ্বিতীয়ার্ধে তিতের দল একের পর এক আক্রমণে বিশ্বকাপ বাছাইপর্বে টানা নবম জয় তুলে নিয়েছে। পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ২-০ গোলে জিতেছে তারা।


প্রথমার্ধে স্বাগতিকরা তেমন জ্বলে উঠতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ৫৬তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন জেসুস। এবার দানি আলভেসের ক্রসে তরুণ ফরোয়ার্ডের হেড ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে রক্ষা করেন গোলরক্ষক।


নেইমার বল নিয়ে নৈপূন্য দেখালেও গোলে শট নিতে পারছিলেন না। অবশেষে ৬৯তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া পাওলিনিয়ো। রাশিয়ার বিশ্বকাপের বাছাইপর্বে এ নিয়ে পাঁচটি গোল করলেন তিনি।


একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ে ৭৬তম মিনিটে লিভারপুলের ফরোয়ার্ড ফিলিপে কৌতিনিয়োর গোলে।


প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি ব্রাজিল। অপরাজিত আছে ১৪ ম্যাচ। এর মধ্যে টানা জয় শেষ নয়টিতে। শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট হলো ৩৬। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।


এই রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। তিন রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। প্যারাগুয়ের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া চিলি আর্জেন্টিনার সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ের আশাও টিকে আছে। তলানির দল ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি