ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিশ্বনবীর নির্দেশিত পথ অনুসরণ করা ছাড়া কোন বিকল্প নেই

প্রকাশিত : ১৮:১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সারাবিশ্বের অশান্তি ও অরাজকতা দূর করতে বিশ্বনবীর নির্দেশিত পথ অনুসরণ করা ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলেম সমাজ। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই রহমানিয়া দরবার শরীফ ও জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে সুন্নী মহাসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তাফহীমুল বুখারীর প্রণেতা সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ। সম্মেলনে বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বক্তব্য রাখেন। সম্মেলনের শেষে দেশ ও মুসলিম বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি