ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয় ছাত্রী লাঞ্ছনা, প্রধান আসামি জয় গ্রেপ্তার

ববি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ১৩ জানুয়ারি ২০২২

জাহিদ হোসেন জয়

জাহিদ হোসেন জয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা ও মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয় নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টায় মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার রাতে জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লা ও চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনের নাম উল্লেখ এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, এটা স্বস্তিদায়ক খবর। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা রাখেন তিনি। 

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা ব্যক্ত করেন প্রক্টর।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী ও তার স্বামীকে আটকে রেখে চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনসহ কয়েকজন মিলে তাদেরকে মারধর করে

এর প্রতিবাদে ববির শিক্ষার্থীরা ওই রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি