ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সপ্তাহ খানেক আগে শুরু হওয়ার টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫তে দাঁড়িয়েছে। বুধবার (২ অক্টোবর) রাজ্য সরকারের বরাত দিয়ে এনডিটিভি নিউজ এ খবর জানিয়েছে। বৃষ্টি থামার দুদিন পরেও পাটনায় পানিস্তর নামেনি। 

রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, পানি নিষ্কাষনে পাম্প কাজ করছে না। সঙ্কট কেটে গেলে এ ব্যাপারে তিনি নগরোন্নয়ন দফতরে কাজে লাগাবেন বলে জানিয়েছেন। যা পানি জমা নিয়ে জোটসঙ্গী বিজেপিকে কটাক্ষ বলে মনে করা হচ্ছে। বন্যার পানিতে অসংখ্য প্রাণীর মরদেহ ভেসে যাওয়ায় দুর্গন্ধে পাটনায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বাড়ছে। যদিও, প্রাণীগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছে পরিছন্নতা কর্মীরা। 

বুধবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আমি মানুষের কল্যাণের প্রতি দায়বদ্ধ, প্রচারের প্রতি নয়। প্রচার এবং নামে বিশ্বাসী নই আমি। এরপরই বিরোধীদের দিকে আক্রমণ করে বলেন, যারা কাজ করে না, তারাই শুধু প্রচার করে বেড়ায়।
বুধবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানায়, সৃষ্ট এ বন্যায় রাজ্যটির ১৫টি জেলার ৯৫৯টি গ্রামের প্রায় সাড়ে ২১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৪৫টি ত্রাণ শিবির এবং ৩২৪টি রান্নাঘর তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সরাতে ১০০০ এরও বেশি নৌকা নামানো হয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি