ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেরোবিতে শাস্ত্রীয় সংগীত উৎসব আজ

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০৯, ৫ ডিসেম্বর ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাস্ত্রীয় সংগীত উৎসব আজ (বৃহস্পতিবার)। ঢাকার বাইরে শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে বড় আসর এটি।

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আরম্ভ হয়ে রাতভর চলবে এ আসর। 

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। 

এবারের আসরে দেশি-বিদেশি মোট ৩০ জন শাস্ত্রীয় সংগীত শিল্পীর অংশগ্রহণে উচ্চাঙ্গ ও যন্ত্র সংগীত এবং উচ্চাঙ্গ নৃত্য পরিবেশিত হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও থেকে শ্বাশ্বতী মহন্ত (কন্ঠ), রাজশাহী থেকে আলমগীর পারভেজ (কন্ঠ), ঢাকা থেকে বাবরুল আলম চৌধুরী (নৃত্য), প্রিয়াঙ্কা সরকার (নৃত্য) ও মাহমুদুল হাসান (বেহালা)।

ভারত থেকে বিপ্লব মূখার্জী (কন্ঠ), মধুমিতা পাল (নৃত্য), কোয়েল ভট্টাচার্য (বেহালা), অর্ণব ভট্টাচার্য (সরদ), পঞ্চজনা দে (বাঁশি), নীলিমেশ চক্রবর্তী (তবলা), ইমন সরকার (তবলা) ও অরজিৎ সরকার (তবলা) পরিবেশনায় অংশগ্রহণ করবেন। এছাড়াও অনুষ্ঠানে অর্কেষ্টা পরিবেশিত হবে শুদ্ধ সংগীত পরিষদ কর্তৃক।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং অনুষ্ঠানের আহ্বায়ক আতিউর রহমান বলেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের বিশ্ববিদ্যালয়ে কিভাবে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশ সাধন করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করা যায় সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। 

আশা করছি, বিগত বছরগুলোর ন্যায় এবারো জাঁকজমকভাবে অনুষ্ঠানটি উপভোগ্য হবে। 

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক জানান, ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমন্ত্রিত অতিথিরাও চলে এসেছে। যথা সময়ে অনুষ্ঠান শুরু হবে।

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি