ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

বেরোবির গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক নজরুল ইসলাম

প্রকাশিত : ১৯:৪৩, ১২ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির প্রণীত আইনের ধারা ৩৯(২)-এর উপধারা ১৩(১) অনুসারে তাকে আগামী দুই বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়। তাঁর এই নিয়োগ আদেশ ১২ মার্চ ২০১৯ তারিখ থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারেই প্রথম এই পদে পূর্নাঙ্গ কাউকে নিয়োগ প্রদান করা হয় এরআগে এই পদটি খালি ছিল।

কেআই/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি