ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের দুটি উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে খুলনার গল্লামারী এবং ঝালকাঠিতে দুটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। এই দুটি ব্যাংকের ৯ম ও ১০ম উপশাখা। সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন করেন।
 
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান এবং বেসিক ব্যাংকে নিযুক্ত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গল্লামারী উপশাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র বসু, ঝালকাঠি উপশাখার ব্যবস্থাপক পংকোজ চন্দ্র দাস, স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি