ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘বেস্ট ব্যাংক পার্টনার’ অ্যাওয়ার্ড পেল ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১০ মার্চ ২০২২

অ্যাওয়ার্ড হস্তান্তর

অ্যাওয়ার্ড হস্তান্তর

Ekushey Television Ltd.

সবুজ অর্থায়নে বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় ও ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) কর্তৃক ‘বেস্ট ব্যাংক পার্টনার ফর ক্লাইমেট ট্রেড ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত হল ব্যাংক এশিয়া। 

সম্প্রতি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর, এফআইজি এশিয়া প্যাসিফিক অব আইএফসি, অ্যালেন ফরলিমু সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর হাতে অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন। 

এ সময় আইএফসি’র বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ইকবাল হোছাইন এবং এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জিয়া আরফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি