ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব টেক্সটাইল শিল্পে (ভিডিও)

মাখন দাস, নরসিংদী থেকে

প্রকাশিত : ১৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মহামারি করোনার ধকল কাটিয়ে উঠতে-না-উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে বৈশ্বিক অর্থনীতিতে পড়েছে বিরূপ প্রভাব। আর এর আঁচ লেগেছে নরসিংদীর তাঁত ও টেক্সটাইল শিল্পে। একইসঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর নেতিবাচক কর্মসূচি এই সঙ্কটকে আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

২০২০ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে সারাদেশেই ঝিমিয়ে পড়েছিল ব্যবসা-বাণিজ্য। অর্থনীতির চাকা সচল রাখতে প্রনোদনাসহ সরকারের নানা পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিল নরসিংদীর বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের। 

তবে ২০২২ সালের মাঝামাঝি সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনৈতিক ধসের ফলে আবারও দেখা দেয় মন্দাভাব।  

এবার জাতীয় নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে শঙ্কায় তারা। 

কারিগররা জানান, করোনার পর যুদ্ধ শুরু হওয়ায় পরিস্থিতি খারাপের দিকে। ব্যবসা-বাণিজ্য খারাপ তাই আমাদের বেতনও ঠিকমতো হচ্ছে না।

ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। 

মাধবদী আল-আমিন ফ্রেব্রিক্সের এমডি আল-আমিন রহমান বলেন, “হরতাল-অবরোধ এগুলো আমরা পছন্দ করি না।”

করোনা আর ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই খাতের ক্ষতি পোষাতে ব্যবসা বান্ধব পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই পরিচালক আলী হোসেন শিশির বলেন, “বৈশ্বিক সংকট কখন স্থিতিশীল হবে তা কেউ বলতে পারিনা। কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাহসী-দূরদর্শী পদক্ষেপে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।”

নরসিংদী চেম্বার অব-কমার্সের প্রেসিডেন্ট মোমেন মোল্লা বলেন, “ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে ব্যবসায়ীরা আশাবাদী পরিস্থিতি মোকাবেলা করা যাবে।”

ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি বজায় রাখতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি