ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বোলিংয়ে বাংলাদেশ, তিন পেসারের সঙ্গে একাদশে সানজামুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তিন জাতির ওয়ানডে টুর্নামেন্টে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। তাঁর জায়গায় তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়।
দলে ৫ মাস পর ডাক পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার সানজামুল ইসলামও। দলে আছেন তিন পেসার তারা হলেন-মাশরাফি, মুস্তাফিজ ও রুবেল।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ দলে আছেন নাসির হোসেন। আছেন সাব্বির রহমানও। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন সানজামুল ইসলাম। মাশরাফির সঙ্গে আছেন দুই পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯৯তম ওয়ানডে এটি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার,পিজে মুর, ক্রেইগ অরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জারভিস, ক্রিস এমপফু, ব্রেন্ডন মাভুটা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি