ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়া এবং এমএসসি গ্লোবাল কনসাল্টিং পিটিই-এর মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট ই-সেন্টার এজেন্টদের আর্থিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং আর্থিক সেবা গ্রহণকারীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. এবং এমএসসি গ্লোবাল কনসাল্টিং পিটিই লিমিটেড (এমএসসি) এর মধ্যে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এমএসসি’র গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব গ্রাহাম রাইট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্র্তা আলা উদ্দিন আহমেদ, মেটলাইফ ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণা ঠাকার এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক সর্দার আকতার হামিদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি