ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়ার ব্যামেলকো কনফারেন্স ২০২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার “ব্যামেলকো কনফারেন্স ২০২২’’ ১৫ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক কাজী আকতারুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংক এন.এ সিঙ্গাপুর এর রিজিওনাল কেওয়াইসি পলিসি হেড মি. রাজ কুমার খিতান এবং বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মো. রোকনুজ্জামান। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, শাফিউজ্জামান ওআলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ব্যাংকের বিভাগীয় প্রধান, শাখা প্রধান, ইসলামিক উইন্ডো প্রধানসহ প্রায় দুই সহস্রাধিক কর্মকর্তাবৃন্দ অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি