ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়ার সহযোগিতায় “ইউএপি ক্লাব ফেয়ার, ফল-২০১৯”

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার সহযোগিতায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজন করেছে “ইউএপি ক্লাব ফেয়ার, ফল-২০১৯”। পাঠ্যশিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে ক্লাব ফেয়ার অনুষ্ঠিত হয়ে থাকে। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্লাব ফেয়ারে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ বোরহান উদ্দিন। 

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, বোর্ড অব ট্রাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, ডিরেক্টরেট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর সম্মানিত পরিচালক এয়ার কমোডোর (অবসরপ্রাপ্ত) ইশফাক এলাহী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি