ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ব্যাংক এশিয়ার ১১ তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৮ আগস্ট ২০২১

চলমান কোভিড মহামারীর কারণে ব্যাংক এশিয়ার ১১ তম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী ১৮ আগস্ট ২০২১ অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন। 

সকাল ১১ টায় শুরু হওয়া সভায় ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদ সহ সকল অংশগ্রহণকারীগণ তাদের স্বতন্ত্র পরিচিতিমূলক তথ্য দিয়ে যোগদান করেন। ভার্চুয়াল সভার আনুষঙ্গিক কাগজপত্র আগেই শেয়ারহোল্ডারদের কাছে পৌঁছানো হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ৫০০ কোটি টাকার আনসিকিউরড কন্টিনজেন্ট-কনভার্সন ফ্লোটিং রেট পারপেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনুমোদন করেন। যার ১০ শতাংশ পাবলিক অফার এবং বাকী ৯০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে।

সভায় ব্যাংকের বোর্ডনির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ডঅডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম. এ. বাকী খলীলী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, এনাম চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান (অবঃ), মোঃ আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, তানিয়া নুসরাত জামান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, কোম্পানী সেক্রেটারী এস.এম. আনিসুজ্জামান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা সহ
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি