ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ব্যাংকে লেনদেন করেন ১ কোটি কৃষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯

দেশের ১ কোটি ৩৬ হাজার ৯০৭ জন কৃষক এখন ব্যাংকে লেনদেন করছেন। তাদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ৩১৮ কোটি ৬৪ লাখ টাকা। আর্থিক অন্তর্ভুক্তির আওতায় খোলা বিশেষ সুবিধাযুক্ত হিসাবের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত জুন শেষে দেশের সব তফসিলি ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় বিভিন্ন খাতে সর্বমোট ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৫টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব হিসাবের মধ্যে ৫১ শতাংশ কৃষকদের।

এদিকে কৃষকদের ১০ টাকায় হিসাব খোলার কার্যক্রম শুরুর পর ২০১৮ সালের জুন পর্যন্ত মোট হিসাব সংখ্যা ছিল ৯২ লাখ ১৭ হাজার ৫৫৭। এ বছরের জুনে এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ৩২ লাখ ৯০৭-এ। এক বছরে বৃদ্ধির হার ৮.৮৯ শতাংশ। তবে আগের তিন মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় এই ত্রৈমাসিকে হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে ০.৪৭ শতাংশ। এসব হিসাবে মোট জমার পরিমাণ ৩১৮ কোটি ৬৪ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ২০০ কোটি টাকার তহবিল থেকে কৃষকদের পুনঃঅর্থায়ন করা হয়। এর মধ্যে ১০ টাকায় খোলা কৃষকদের ৪৪ হাজার ৪৫৮টি হিসাবের মাধ্যমে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এ বছরের জুন শেষে কৃষকের হিসাব ছাড়া অন্যান্য বিভিন্ন খাতে খোলা মোট হিসাবের সংখ্যা ৯৪ লাখ ৬১ হাজার ১৩৮টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এসব হিসাবে জমার পরিমাণ মোট ১ হাজার ৯৩০ কোটি ১৯ লাখ টাকা।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি