ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২২ জানুয়ারি ২০২৩

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পর দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন  প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করে।

রাজধানীর দাঙ্গাকারীদের বাঁধা না দেওয়ায় সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর জের ধরে গত এক সপ্তাহে কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই দিন আগে ৩০ ডিসেম্বর জুলিও সেনাপ্রধানের পদ গ্রহণ করেছিলেন। জানুয়ারির শুরুতে নতুন প্রেসিডেন্ট লুলার প্রশাসন জুলিওর নিয়োগ নিশ্চিত করেছিল।

এখন জুলিওর স্থলাভিষিক্ত হবেন ব্রাজিলের দক্ষিণ-পূর্বের সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা।

এসবি/ 


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি