ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ব্রিটেনে প্রধান দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চ্যালেঞ্জ

প্রকাশিত : ১০:১৫, ৩০ জুন ২০১৬ | আপডেট: ১০:১৫, ৩০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্তের পর দেশটির প্রধান দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিন শীর্ষ নেতা। গণভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণায় ক্ষমতাশীন কনজারভেটিভ দলে নেতৃত্বের চ্যালেঞ্জ করতে যাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে এবং লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। এদের মধ্য থেকে একজন হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, যিনি ব্রেক্সিট ইস্যুতে ইইউ’র সঙ্গে আলোচনা শুরু করবেন। এদিকে বিরোধী দল লেবার পার্টিতে জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ করেছেন পদত্যাগ করা ছায়া বাণিজ্যমন্ত্রী অ্যাঙ্গেলা ঈগল। গেল ২৩শে জুন গণভোটে ব্রিটেনের ইইউ ছাড়া পক্ষে রায় হলে দেশটিতে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব চরম রুপ নেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি