ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্রিটেনে লরি থেকে ৩৯ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৬:০৫, ২৩ অক্টোবর ২০১৯

ব্রিটেনের এসেক্সে একটি কন্টেইনার লরি থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। লরিটি পাওয়া গেছে স্থানীয় ওয়াটারগ্লাড শিল্প পার্কে। এ ঘটনায় ওই লরি চালককে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি নর্দান আয়ারল্যান্ডের নাগরিক। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট জানায়, মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একটি কিশোর ছিল। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে।

তিনি আরও বলেন, আমরা মরদেহ শনাক্তে কাজ করছি। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে বলে আমি ধারণা করছি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। ১৯ অক্টোবর শনিবার এটি হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এ জন্য বেশ সময় লাগবে। এ ছাড়া লরিচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

সূত্র : বিবিসি
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি