ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় থেরেসা মে এগিয়ে

প্রকাশিত : ০৯:৩২, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৩২, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে এগিয়ে আছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র বরিস জনসন সরে যাওয়ার পর কনজারভেটিভ দলের এই নেতার সমর্থকের সংখ্যা বেড়ে যায়। মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যসহ এখন পর্যন্ত ৭০ জন এমপির সমর্থন রয়েছে থেরেসা মে’র প্রতি। তার সঙ্গে এই লড়াইয়ে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্বালানি মন্ত্রী আন্দ্রে লিডসাম, প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স এবং কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্র্যাব। ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর পরবর্তী প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে নেমেছেন কনজারভেটিভ দলের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি