ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারত থেকে কাঁচামরিচ আমদানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৭ জুলাই ২০১৯

দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে বাজারে। ফলে দাম উর্ধ্বমুখী। সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে তাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে কাঁচামরিচ। 
টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যায় মরিচ ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে কমেছে সরবরাহ। দাম বেড়ে এক লাফে হয়েছে দেড়শ’ থেকে ২শ’ টাকা, প্রতি কেজি।
আমদানিকারকরা জানান, বাজার স্থিতিশীল রাখতে গত ২০ জুলাই থেকে ভারতের বিহার থেকে কাঁচা মরিচ আমদানি করছেন তারা। এতে দাম, প্রতি কেজি একশ’ থেকে একশ’ দশ টাকায় নেমে এসেছে।
আমদানির ফলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় থাকবে বলে আশা বন্দরের এই কর্মকর্তার।
তবে, কেজি প্রতি শুল্ক ২১ টাকা থেকে কমিয়ে আনা হলে ব্যবসায়ী ও ভোক্তারা আরও সুবিধা পেতেন, এমনটা মনে করেন আমদানিকারকরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি