ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ভারত ভ্রমণরত বাংলাদেশিদের জন্য ভিসার বিশেষ অফার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভারত ভ্রমণ করতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ভিসা। ভারতের জনপ্রিয় বিভিন্ন রেটেইল শপ, খাবার ও পানীয়ের দোকান, ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বিশেষ অফার উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা।

এ অফারের আওতায় থাকছে লেনদের ওপর বিশেষ মূল্যছাড়। ভারত সফররত বাংলাদেশি ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড ভিসা কার্ডধারীরা এ ছুটির মৌসুম থেকেই ভিসার এ বিশেষ সুবিধা পাচ্ছেন। ভারত ভ্রমণরত অবস্থায় বাংলাদেশিরা মূলত যেসব জায়গায় খরচ করেন তার বেশিরভাগ স্থানেই পাওয়া যাবে এসব মূল্যছাড়।

এ অফার নিয়ে ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচান্দ্রন বলেন, ‘এ অফারগুলো বাংলাদেশি ভিসা কার্ডধারীদের ভারত ভ্রমণের সময় দেশটির বেশ কয়েকটি আউটলেটে অনলাইন ও অফলাইন কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ও ছাড় উপভোগের সুযোগ করে দিবে। ভিসার এ অফারগুলো বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে ভারত ভ্রমণের জন্য সময়োপোযোগী করে সাজানো হয়েছে। একজন ট্যুরিস্টের ভ্রমণের সময় শপিং, খাবার ও পানীয়র নৈমত্তিক চাহিদা পূরণে এ অফারগুলো বাংলাদেশি ট্যুরিস্টদের প্রয়োজনের ক্ষেত্রে চমৎকারভাবে মিলে যাবে।

রিটেইল ক্ষেত্রে, রঙ্গতসভা’য় কেনাকাটায় ১০ হাজার ভারতীয় মুদ্রা পর্যন্ত পাওয়া যাবে ফ্ল্যাট ১০ শতাংশ ডিসকাউন্ট, বিলং-এ ২০ হাজার ভারতীয় মুদ্রা কেনাকাটায় পাওয়া যাবে ৫ শতাংশ ডিসকাউন্ট এবং ২০ হাজার ভারতীয় মুদ্রার চেয়ে বেশি কেনাকাটায় ১০ শতাংশ ডিসকাউন্ট এবং ঘরানা শাড়ি-তে ২০ হাজার ভারতীয় মুদ্রা পর্যন্ত কেনাকাটায় ৫ শতাংশ এবং এর অধিক পরিমাণ কেনাকাটায় ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ অফারগুলো পাওয়া যাবে আগামী ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।  

খাবারের ক্ষেত্রে, চায়স-এ সর্বনিম্ন ৫শ’ ভারতীয় মুদ্রা ব্যয়ে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড় এবং সর্বনিম্ন ২শ’ ৯৯ রুপি অর্ডারে ফাওস- এ থাকছে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। এ অফার প্রযোজ্য থাকছে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত। পার্ক কলকাতা’য় ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে খাবার ও কোমল পানীয়র ওপর (শুধুমাত্র আলা কার্টে) প্রযোজ্য। জনপ্রিয় ফাইন ডাইনিং রেস্টুরেন্ট দ্য ব্রিজ ও দ্য স্যাফ্রন- এ ভিসার অফার প্রযোজ্য থাকবে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, উপরোক্ত সকল অফার গত ১৫ ডিসেম্বর থেকেই প্রযোজ্য আছে।  

 

এস এইচ এস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি