ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৫১, ২৪ ডিসেম্বর ২০১৭

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার ১-০ গোলে ভারতেকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মারিয়া-তহুরারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের খেলতে থাকে বাংলাদেশ। ৪১তম মিনিটে বাংলাদেশকে কাঙ্ক্ষিত গোল এনে দেন শামসুন্নাহার।

এ নিয়ে ফুটবলে বাংলাদেশের মেয়েদের শিরোপা হলো তিনটি। দুটিই এসেছে এএফসি আঞ্চলিক পর্ব থেকে। ২০১৫ সালে নেপালে ও ২০১৬ সালে তাজিকিস্তানে অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার জিতল অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা।

সাফের মূল আসরে এই ভারতের কাছে হেরে গত বছর শিলিগুড়িতে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের জাতীয়

Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি