ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:১৫, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২১, ৫ নভেম্বর ২০১৬

বিরাট কোহলি। ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক। খুব কম সময়ে ক্রিকেটে নিজের নৈপুর্ণ দেখিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯৮৮ সালে আজকের এই দিনে ভারতের দ্ল্লিীতে জন্মগ্রহন করেন এই তিনি। দর্শক ও সহকর্মীরা বিরাট কোহলি নামেই ডাকেন। তবে, কেউ কেউ আবার ভালোবেসে চেকো নামেও ডেকে থাকেন। ২০১৬ সালের সেরা অ্যাথলেটদের তালিকায় আট নম্বরে ছিনে বিরাট। মাত্র তিন বছর বয়সেই ব্যাট হাতে তোলে তিনি। আর নয় বছর বয়সে যোগদেন ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়েক দায়িত্ব পালন করেন বিরাট। এরপর একই বছর ১৮ আগস্ট জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এপর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে রান করেন ৭,৫৭০ রান। সেঞ্চুরি পেয়েছেন ২৬টি ও হাফ সেঞ্চুরি রয়েছে ৩৮টি। আর বিরাটের ওয়ানতেডে সর্বোচ্চ রান ১৮৩। ২০১০ সালে জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম মাঠে নামেন এই তারকা ক্রিকেটার। ৪৫টি ম্যাচে রান করেছেন ১৬৫৭ রান। আর সর্বোচ্চ রান রয়েছে ৯০। হাফ সেঞ্চুরি করেছেন ১৬টি। ২০ জুন ২০১১ সালে সাদা জার্সিতে অভিষেক হয়। টেস্টে ক্রিকেটে এপর্যন্ত ৪৮টি ম্যাচে ১৩টি সেঞ্চুরি ও ১২টা হাফ সেঞ্চুরি ৩৫৫৪ রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেন ২১১। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও সমান তালে খেলছেন বিরাট। ২০০৬ সাল থেকে খেলছেন দিল্লির হয়ে। আর ইন্টিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি