ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভারতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন ইবি অধ্যাপক

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ০৯:১২, ৪ ডিসেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ‘ডিজাস্টার রেসিলেন্ট স্মার্ট সিটিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন। মঙ্গলবার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ সূত্র এ তথ্য জানায়।

জানা যায়, ৪ থেকে ৬ ডিসেম্বর ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ‘ডিজাস্টার রেসিলেন্ট স্মার্ট সিটিস’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু ‘গভার্নেন্স এন্ড পলিসি ফর ঢাকা: বিল্ডিং স্মার্টার সিটি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন।

উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. নাসিম বানু যুক্তরাজ্য, কোরিয়া, তুরস্ক, শ্রীলংঙ্কা, নেপাল এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই উন্নয়নসহ নানা সমসাময়িক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি