ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভালোবাসা দিবস এবং ২১ ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের সমারোহে সবার মাঝেই ব্যস্ততা

প্রকাশিত : ০৯:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ফুল সবারই পছন্দ। বছরজুড়ে চাহিদা থাকলেও বসন্ত আসার সাথে সাথে চলে আসে বেশকিছু উপলক্ষ্য। সে প্রিয়জনকে উপহার-শুভেচ্ছাই হোক কিংবা শ্রদ্ধা নিবেদন। ফুলকে ভাল লাগার বিষয়টি মিশে আছে সর্বস্তরে। আসছে ভালোবাসা দিবস এবং মহান একুশে ফেব্র“য়ারিকে ঘিরে ফুলের সমারোহ নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে সবার মাঝেই। নানা বয়সে মানুষ একদিকে যেমন উৎসাহি ফুল সংগ্রহে, একইসঙ্গে চাষীরাও ব্যস্ত ফুলের শেষ মুহুর্তের যতেœ। ফুল সবসময়ই প্রবিত্রতা ও ভালোবাসা প্রতিক হিসেবে পরিচিত মানুষের কাছে। বিভিন্ন আয়োজনে এর কদর থাকলেও আসছে দিনে শুভেচ্ছা ও ভালোবাসার উপকরণ হয়ে সবার হাতে হাতে ফুল থাকবে, তা নিয়েই যেন ব্যস্ততা এখন। ময়মনসিংহের একটি স্কুলে ফুলের বাগানের চিত্র এটি..। সববয়সের মানুষ জানালেন ফুল নিয়ে তাদের উৎসাহের কথা। ভালবাসা দিবসে সকল প্রিয়জনকে শুভেচ্ছা জানানো এবং ২১ ফ্রেব্র“য়ারি মহান শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এখন সার্বজনীন। তাইতো ফুল নিয়ে এতো আগ্রহ। অন্যদিকে সবার কাছ ফুল পৌছে দিতে অতিযতেœ সেগুলোর শেষ মুহুর্তের পরিচর্যায় লেগে আছেন ফুল চাষিরা। বছরের এই সময়টাকে ঘিরে ভাল লাভের অপেক্ষায় থাকেন তারা। রাজবাড়ীর কৃষকরা বলছেন আগামীতে আরো ফুল চাষ করবেন। বসন্ত আসার সাথে সাথে চাহিদা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেশ ভাল জানালেন ফুল ব্যবসায়ীরা। মানুষে মানুষে প্রীতি ছড়িয়ে ফুলের এ শুভেচ্ছা সবার মাঝে নতুন প্রাণ স্ঞ্চার করবে এটিই সবার কাম্য।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি