ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা
প্রকাশিত : ১৮:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা।
বান্দরবানে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ। পরে শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার আয়োজন করে পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়িতে মঙ্গলবার বিকেলে টাউন হল মাঠে উদ্বোধন করা হয় ৮দিনের একুশে বই মেলার। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে প্রভাত ফেরিতে অংশ নেয় পাহাড়ি শিশুরা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন