ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভোক্তা অধিদফতরের রচনা প্রতিযোগিতা প্রথম হলেন সময়ের আলোর আলমগীর হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ১১ মার্চ ২০২৩ | আপডেট: ২২:৩৭, ১১ মার্চ ২০২৩

বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার ডেপুটি বিজনেস এডিটর মো. আলমগীর হোসেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ প্রতিযোগতার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতার গণমাধ্যমকর্মী বিভাগে ‘ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’শিরোনামে প্রথম হয়েছেন তিনি। আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরস্কার তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

অধিদফতর সূত্রে আরো জানা যায়, গণমাধ্যমকর্মী বিভাগে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন, দৈনিক কালের কণ্ঠের নিখল চন্দ্র ভদ্র ও এটিএন বাংলার মো. শারফুল আলম। এই বিভাগে তৃতীয় হয়েছেন আরো দুই গণমাধ্যমকর্মী। তারা হলেন-বাংলাদেশ টেলিভিশনের মো. ঈমাম হোসাইন ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ফরহাদুল ইসলাম। 

বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল। এর মধ্যে বিশ্ব বিদ্যালয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বিএসসি (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র নওশাদ আলী হৃদয়, দ্বিতীয় হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসএস (অনার্স) ৩য় সেমিস্টারের ছাত্রী ফারিয়া আহমেদ এবং তৃতীয় হয়েছেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিএসএস (অনার্স) প্রথম বর্ষের ছাত্রী মোছা. আনিকা তাহসিন। তাদের বিষয়ব¯‘ ছিল-ভোক্তা অধিকার : প্রেক্ষাপট বাংলাদেশ-সমস্যা ও সম্ভাবনা।

প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মালিহা সামিহা রহমান, দ্বিতীয় হয়েছে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রিজওয়ানা করিম এবং তৃতীয় হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেছের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. শাহেদুল ইসলাম। এই বিভাগের শিরোনাম ছিল-ডিজিটাল কমার্সে ভোক্তার সুরক্ষা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। 

এছাড়া প্রতিযোগিতার স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন ঢাকার মহাখালি মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র তানজিম আহমেদ, দ্বিতীয় হয়েছেন ভোলা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিশাত ফারজানা প্রকৃতি এবং তৃতীয় হয়েছেন ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী মুস্তাঈনা মঞ্জুর। 

অধিদফতর সূত্রে জানা গেছে, গণমাধ্যমকর্মী এবং বিশ্ববিদ্যালয় বিভাগে প্রথম পুরস্কারপ্রাপ্তকে দেওয়া হবে ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে ১৫ হাজার টাকা। কলেজ পর্যায়ে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১২ হাজার টাকা। এছাড়া স্কুল পর্যায়ে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হবে ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১২ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। এছাড়া প্রত্যেক বিজয়ীকে একটি করে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি