ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ভোট দিতে শিক্ষার্থীদের লম্বা লাইন

প্রকাশিত : ১০:১০, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১২:২০, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট শুরু হয়েছে। চলবে বেলা ২টা পর্যন্ত। মোট ১৮টি আবাসিক হলের ৫১১টি বুথে ভোট প্রদান করবেন ৪৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। ভোট শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের লম্বা লাইন ছিলো চোখে পড়ার মতো।

ভোট শুরু হওয়ার আগে স্যার এ এফ রহমান হলের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। সবার গলায় ছাত্রলীগের প্রার্থীর কার্ড। ভোটারদের লাইন রাস্তার ওপরে চলে আসলে প্রক্টর গোলাম রব্বানী সবাইকে সরে এক পাশে যেতে বলেন।

এসময় স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কে এম সাইফুল ইসলাম খান সব প্রার্থীর প্রতিনিধিকে ডেকে ভেতরে নিয়ে যান ব্যালট বাক্স দেখাতে। তিনি বলেন, `আমরা ঠিক ৮ টায় ভোটগ্রহণ শুরু করবো। তাই সব প্রার্থীর প্রতিনিধির সামনেই ব্যালট দেখিয়ে সিলগালা করবো।

এ সময় লাইনে দাঁড়ানো হলের এক শিক্ষার্থী জানান, ‘নৈতিক দায়িত্ব থেকে সকাল সকাল লাইনে এসে দাঁড়িয়েছি।’তবে একই হলের ছাত্র ইউনিয়নের এজিএস প্রার্থী মো. আব্দুল করিম বলেন, ‘ব্যক্তি হিসেবে ভোট দেওয়ার জায়গা দেখছি না লাইনের সবাইকে রোবট মনে হচ্ছে। যেন আরেকজন চালাচ্ছে এরকম মনে হয়।

উল্লেখ্য, ২৮ বছর পর আজ ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়বেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি