ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১২:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। তবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৭ ফেব্রুয়ারি।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এবিষয়ে উপচার্যের সাথে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হবে।

প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, ‘ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। প্রথম বর্ষের ক্লাস ২৭ তারিখ থেকে শুরু করতে পারবো।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি