ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মমিনুল মুশফিকের দুইশ’ রানের জুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে  টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।
ইতোমধ্যে তিনশ’রান তুলে ফেলেছে টাইগাররা। অনেকটা ওয়ানডে মেজাজেই খেলছেন টাইগার ব্যাটসম্যানরা। প্রথম চার ব্যাটসম্যান পুরোপুরি সফল। তাদের ব্যাটে ভর করে বড় স্কোরের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসের সবচেয়ে ভালো দিক হলো জুটি। দুইশ’ রানের জুটি গড়েছেন মমিনুল ও মুশফিক। ১২০ রানে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়ার পর এই দু’জন মাঠে স্থির হন। তারা স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকেন। অনেকটা মারমুখীই ছিলেন। বাজে বল রীতিমত শাসন করেছেন।
মমিনুল-মুশফিকের আগেও দুই দুটি জুটি গড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ও ইমরুলের জুটির পর ৭২ রানে প্রথম উইকেট পরে। তামিম আউট হওয়ার পর ৪৮ রানের জুটি গড়েন ইমরুল ও মমিনুল। ৪০ রান করে ইমরুল আউট হলে মমিনুল ও মুশফিক জুটি গড়েন।
এ রিপোর্ট লেখার সময় মমিনুল-মুশি জুটি রান করে ২০৭। বাংলাদেশের স্কোর ৩২৭। ১৫০ রানে ব্যাট করছেন মমিনুল। আর মুশফিক ব্যাট করছেন ৮০ রানে।

সূত্র : ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি