ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মমিনুলের ফিফটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে  টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।

প্রথম চার ব্যাটসম্যান ভালো সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। তামিমের পর ফিফটি পেয়েছেন মমিনুল। ইমরুল পঞ্চাশ না করতে পারলেও ৪০ রানে আউট হয়েছেন। আর মুশফিকও বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছেন।

মমিনুল ফিফটি পেয়েছেন ঝড়ো গতিতে খেলেই। মমিনুলের ইনিংসের চারের ছড়াছড়ি। শ্রীলংকার বোলাররা পাত্তাই পাচ্ছেন না মমিনুলের কাছে। এ রিপোর্ট লেখার সময় মমিনুল ৭৩ রানে ব্যাট করছেন। মাত্র ৭২ বল খরচা করেছেন তিনি। দেখে বোঝার জো নেই যে টেস্টে ব্যাট করছেন এই টপ অর্ডার। তার ইনিংসে ১০ টি চার।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ১৮৯/২। মমিনুলকে সঙ্গ দেওয়া মুশফিক ব্যাট করছেন ২১ রানে।

এর আগে তামিমের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ইমরুল কায়েস। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভালো সূচনা এনে দেন। মাঝপথে অর্ধশতক করেই বিদায় নেন তামিম। তামিমের পর ভালো খেলতে থাকা ইমরুল এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ততক্ষনে বাংলাদেশের স্কোর ১২০/২।

তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ এনে দেয় টাইগারেদের। চার-ছয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন তামিম। পাত্তাই পাচ্ছিল না শ্রীলংকান বোলাররা।

তবে দ্রুত অর্ধশতকের দেখা পেয়ে খেই হারিয়ে বসেন তামিম। ৫২ রান করে পেরেরার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তার পরও রানের চাকা থেমে যায়নি। সচল রাখেন ইমরুল ও মমিনুল। বাজে বল পেলে হাত খুলে খেলছিলেন ইমরুল ও মমিনুল।

ইমরুল ও মমিনুল জুটি স্বচ্ছন্দ ব্যাটিং করছিল। বড় স্কোরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। এমন সময় ব্যাক্তিগত ৪০ রানে সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন ইমরুল।

এর আগে ৫২ রান করে আউট হন তামিম।

সূত্র : ক্রিকইনফো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি