ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মসজিদে নামাজ পড়লে দিতে হবে ফি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১০ ডিসেম্বর ২০১৯

মসজিদে নামাজ পড়লে দিতে হবে ফি। ইয়েমেনের সানায় এক মসজিদে এমন নোটিশ দিয়েছে হুথি বিদ্রোহীরা!

ঐ মসজিদের গেটে হুথিদের দেয়া নোটিশে বলা হয়েছে, ভোরে নামাজ পড়লে দিতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ টাকা। তবে জুমার নামাজসহ সপ্তাহে অন্যান্য দিনে নামাজে অংশ নেওয়া ব্যক্তিদের ৫০ ইয়েমেনি রিয়াল প্রদান করতে বলা হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়েছে রমজানের সময় তারাবি নামাজ আদায় করতে হলে গুনতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল।

এছাড়া মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ইয়েমেনি রিয়াল। এমন নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

নিউ আরব নিউজ ঐ মসজিদে নামাজ আদায় করলে ফি দিতে হবে এমন খবর প্রকাশ করলেও এর সত্যতা যাচাই করতে পারেনি। 

সূত্র: দ্য নিউ আরব নিউজ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি