ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্রের সরকার নিয়ে রায় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ২৬ নভেম্বর ২০১৯

শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

ধীরে ধীরে জটিল হয়ে উঠছে মহারাষ্ট্রের রাজনীতি। মহারাষ্ট্রের সরকার নিয়ে আজ মঙ্গলবার রায় দিচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে এ রায় দেয়া হবে।

রায়কে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে রাজ্যজুড়ে। সরকার গঠন বিষয়ে সুপ্রিম কোর্ট আজ যে রায় দেবে, তার দিকে তাকিয়ে আছে ভারতবাসী।

এর আগে, আদালতের নির্দেশ মেনে শপথ নেয়া মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের পক্ষ থেকে দুটি চিঠি জমা দেন কেন্দ্রের আইনজীবী।

এর আগে, সুপ্রিম কোর্টে শিবসেনা-এনিসিপি-কংগ্রেস দাবি করে, তাদের পক্ষে ১৫৪ জনের সমর্থন রয়েছে। অপরদিকে, বিজেপি জানায়, তাদের ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে যার ৫৪ জনই এনসিপির।

এদিকে, মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ১৬২ জন বিধায়ক নিয়ে আলোচনা করেছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। সেখানে জোটের শপথগ্রহণ করানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, আমরা সত্যমেব জয়তে বিশ্বাস করি। এসময়, যে কোনও প্রলোভনসহ বিজেপিকে সমর্থন না দেয়ার অঙ্গীকার করেন বিধায়করা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি