মা দিবস উপলক্ষে বিশেষ অফারের ছড়াছড়ি
প্রকাশিত : ০৯:৪১, ১১ মে ২০২৫

আজ বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ফ্যাশন ও গিফট হাউসগুলো নানা ধরনের উপহারের পসরা সাজিয়েছে। তাছাড়াও রেস্টুরেন্টগুলোতে থাকছে মা দিবস উপলক্ষে নানা ধরনের অফার।
মা দিবস উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন হাউস আড়ং দিয়েছে বিশেষ অফার। ফেইসবুক প্রোফাইল থেকে মায়ের সাথে থাকা দারুণ কোনো স্মৃতি আড়ংয়ের পোশাকে রিক্রিয়েট করে জিতে নিতে পারবেন ৫০,০০০ টাকা। আর অন্য সেরা তিন পোস্টদাতা হয়ে জিতে নিতে পারবেন ১০,০০০ টাকা।
পিৎজা হাটে মা দিবস উদযাপন করতে পারেন। নিজের জন্য অর্ডার করলে মায়ের জন্য পিৎজা পাবেন বিনামূল্যে। অফারটি শুধুমাত্র ডাইন ইনের জন্য প্রযোজ্য।
মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’ আয়োজনে একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করতে পারবেন ৬ হাজার ৬৬৬ টাকায়। এছাড়াও লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫ হাজার ৫৫৫ টাকায়।
হাক্কা ঢাকার বনানী শাখায় ডাইন-ইনে পাবেন একটির সঙ্গে আরেকটি প্ল্যাটার একদম বিনামূল্যে। ১১, ১২ ও ১৩ মে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
ওয়েস্টিন ঢাকায় মা দিবস উপলক্ষে কেকের উপর ২০ শতাংশ ছাড় থাকছে। এছাড়া ওয়েস্টিন স্পা ও বিউটি স্যালনেও মিলবে ২০ শতাংশ ছাড়।
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় থাকছে বুফে ডিনারে। কেকের উপরে থাকছে ২৫ শতাংশ ছাড়।
মা দিবস উপলক্ষ্যে বিকাশ আয়োজন করেছে, ‘মায়ের মায়ায় ম্যাজিকেল মোমেন্ট’। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা পেয়ে যাবেন মাকে নিয়ে মেহজারীনের সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারের এক্সাইটিং সুযোগ।
আসলে মা দিবস হল পরিবার ও সমাজে মায়েদের প্রভাবকে সম্মান জানানোর একটি বিশেষ উদযাপন।
এএইচ
আরও পড়ুন