ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মাদ্রাসার শৌচাগার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ১৯ অক্টোবর ২০২২

নরসিংদীর শেখেরচরে মাদ্রাসার শৌচাগার থেকে এক মাদ্রাসা কিশোরী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসা ভবনের চতুর্থ তলার একটি শৌচাগার থেকে মরদেহ উদ্ধার করে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। 

নিহত শিক্ষার্থীর নাম আফরিন (১৬)। সে সদর উপজেলার শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। মাধবদীর দড়ি গাজীরগাও গ্রামের ডালিম মিয়ার কন্যা।

মাদ্রাসা শিক্ষক ও পরিবারের সদস্যরা জানায়, বেশ কিছুদিন ধরেই মাদ্রাসায় আসতে অনিহা প্রকাশ করে আসছিল ওই শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও তাকে জোড়পূর্বক মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায় তার পিতা। পরবর্তীতে দুপুর ১টার দিকে ক্লাস চলাকালে শিক্ষকের অনুমতি নিয়ে শৌচাগারে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ক্লাসে ফিরে না আসায় সন্ধান করতে গিয়ে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকদের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর পিতা মো. ডালিম মিয়া জানান, বেশ কিছুদিন ধরেই মাদ্রাসায় আসতে অনিহা প্রকাশ করলেও পড়াশোনা অব্যহত রাখতে মাদ্রাসায় পৌছে দিয়ে আসি। দুপুরে মাদ্রাসা থেকে শিক্ষকের ফোন পেয়ে হাসপাতালে এসে মেয়ের মরদেহ পেয়েছি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, খবর পেয়ে তদন্ত করতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি