ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মাধবকুন্ড জলপ্রপাত হুমকির মুখে

প্রকাশিত : ১২:২৬, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১২:২৬, ২৪ জুলাই ২০১৬

হুমকির মুখে মৌলভীবাজারের মাধবকুন্ড জলপ্রপাত। দেশের সবচে বড় প্রাকৃতিক এ জলপ্রপাতের পাদদেশে পর পর দুই বার ধসের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাধবকুন্ডের অভ্যšরীণ সড়ক, একটি মন্দির ও পর্যটক ছাউনি। এই বর্ষায় আবারো ধসের আশংকা রয়েছে। প্রায় ২০০ ফুট উঁচু থেকে জলরাশি ঝরছে অবিরল; মাধবকুন্ড জলপ্রপাতের এ নয়নাভিরাম সৌন্দর্য দর্শনে প্রতিদিনই ভীড় করেন পর্যটকরা। ভূমি-ধসের ঘটনায় জলপ্রপাতটি এখন হুমকির মুখে। গেলো মে মাসে ভারি বর্ষণে এখানের মুল কুপের গাঁ ঘেঁষে প্রথম ধ্বসের ঘটনা ঘটে। এরপর জুন মাসে ২য় দফা, ভেঙ্গে পড়ে মাধবকুন্ড শিব মন্দির, দর্শনার্থী ছাউনি ও চলাচলের পথ। ভূমি ধসের ঘটনায়  শংকিত পর্যটকরা। নির্বিচারে গাছকাটা দায়ী করেন অনেকে। সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা জানান, পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা । শুধু আশ্বাস নয় দৃষ্টিনন্দন এই জলপ্রপাত রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এমনটাই চাওয়া এলাকাবাসী ও দর্শনার্থীদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি