ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৮ অক্টোবর ২০২০

প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সবসময় মানি লন্ডারিং (এএমএল) এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এর বিধিবিধান সম্পর্কে নিয়মিত অবহিত করে।

কর্পোরেট সুশাসনে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে এএমএল এবং সিএফটি প্রশিক্ষণের আয়োজন করে থাকে। 

এএমএল এবং সিএফটি বর্তমানে বিশ্বের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ঝুঁকিগুলোর অন্যতম। নিয়মিত প্রশিক্ষণ কর্মীদের দক্ষতার বিকাশ এবং কর্মক্ষেত্রে উৎকর্ষতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা এ জাতীয় ঝুঁকিগুলো মোকাবেলায় সুসচেতন এবং আরও পারদর্শী হতে পারে। এএমএল এবং সিএফটি-তে বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংক এবং আইন প্রয়োগকারী সংস্থার আর্থিক অপরাধ তদন্ত এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে পেশাদারিত্বের সাথে সহায়তা করতে পারে। 

সম্প্রতি, ব্যাংকের এএমএল এবং সিএফটি বিভাগ এবং এইচআরটিডিসি যৌথভাবে ‘অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) এবং সন্ত্রাসবাদের অর্থায়ন (সিএফটি)’ প্রতিরোধ শীর্ষক  দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করে। 

কর্মশালার উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। প্রশিক্ষণ পরিচালনা করেন ইনডিপেনডেন্ট কনসালটেন্ট চৌধুরী এম এ কিউ সরওয়ার। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো (CAMLCO) মোঃ তৌহিদুল আলম খান, ডেপুটি ক্যামেলকো (DCAMLCO) ও বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন এবং হেড অব এইচআর জিয়াউর রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন। সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্য এবং বিভিন্ন ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কোভিড -১৯ মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যাংক ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে প্রশিক্ষণটি আয়োজন করে।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি