ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মানুষ যে পত্রিকার উপর আস্থা রাখেন সেটিই ভালো পত্রিকা: মঞ্জুরুল আহসান বুলবুল

প্রকাশিত : ১৩:১৭, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৭, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ভালো সাংবাদিককে মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন। মানুষ যে পত্রিকার উপর আস্থা রাখেন সেটিই ভালো পত্রিকা। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। কক্সবাজার প্রেসক্লাবে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের দেশবিদেশের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা বলেন। সেসময় তিনি আরো বলেন, একটি আঞ্চলিক পত্রিকার বৈশিষ্ট্য স্থানীয় সংবাদ তুলে ধরা। স্থানীয় সংবাদকে গুরুত্ব দেয়ার যে নীতি আজকের দেশবিদেশ অনুসরণ করছে সেটিকে আদর্শ নীতি বলা চলে। তবে, স্থানীয় মানুষ সেই সংবাদের উপর কতোটা আস্থা রাখতে পারেন তার উপরই নির্ভর করে পত্রিকার মান। এ কারণেই সংবাদপত্র এবং সাংবাদিককে ন্ধিসঢ়;ষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি