ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় একীভূত হচ্ছে টেলিনর ও আজিয়াটা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:০০, ৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় নিজেদের টেলিকম ব্যবসা একীভূত করতে যাচ্ছে বাংলাদেশে টেলিকম খাতের প্রধান দুই প্রতিযোগী মালয়েশিয়া ভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ ও নরওয়েভিত্তিক টেলিনর গ্রুপ। একীভূত হয়ে নতুন নাম হবে সেলকম ডিজি বারহাদ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) টেলিনর ও আজিয়াটা পৃথক বিজ্ঞপ্তিতে বলেছে, একীভূত হওয়ার আলোচনায় তারা অনেক দূর এগিয়েছে। অংশীদারিত্বের বিষয়েও একমত হওয়া গেছে। নতুন কোম্পানিতে তাদের প্রত্যেকের  অংশীদারিত্ব হবে ৩৩ দশমিক ১ শতাংশ করে। এতে মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেও মাধ্যমে কোম্পানিতে ৫১ শতাংশ অংশীদারিত্ব নেবে আজিয়াটা।

সেলকম ও ডিজিকমের ব্যবসা একীভূত হলে সেটি হবে মালয়েশিয়ার শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। গ্রাহক দাঁড়াবে ১ কোটি ৯০ লাখ। বছরে রাজস্ব দাঁড়াবে ১ হাজার ২৪০ কোটি মালয়েশিয়ান রিংগিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬৮ কোটি টাকা।

নতুন কোম্পানিতে আজিয়াটার পক্ষে দাতো মোহাম্মাদ ইজাদ্দিন ইদ্রিস চেয়ারম্যান, টেলিনর হতে ইয়োর্গেন আরেন্টজ রসট্রাপকে ডেপুটি চেয়ারম্যান এবং আজিয়াটার ইদহাম নওয়ায়ি সিইও হিসেবে মনোনয়নে উভয় কোম্পানি সম্মত হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি