ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় ফাঁসি থেকে বেঁচে গেলেন দুই বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৫২, ৪ ডিসেম্বর ২০১৯

তিন বছর আগে সংঘটিত রোহিঙ্গা নাগরিক হত্যার অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি মালয়েশিয়ায় ফাঁসির হাত থেকে রক্ষা পেলেন। তারা হলেন-মো. দেলোয়ার হোসেন ও বরুন ধর। তবে খালাসপ্রাপ্ত দুই বাংলাদেশির ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

বুধবার (৪ ডিসেম্বর) পেনাং হাইকোর্টের বিচারপতি দাতুক আক্তার তাহিরের আদালতে মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই দুই বাংলাদেশিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুন রোহিঙ্গা নাগরিক মো. ইসহাক কবিরকে হত্যার অভিযোগে দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের শিকার ইশরাক কবিরের ভাই দুই বাংলাদেশির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন।

দীর্ঘ তিন বছর হত্যাকাণ্ডের পর্যালোচনা শেষে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এ দুই বাংলাদেশিকে খালাস প্রদান করেন আদালত।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি