ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে

প্রকাশিত : ১৫:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ডের সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাউন্ডস ও আউট ফিল্ড বিশ্বমানের উপযোগী করতে এই উদ্যোগ বলে জানালেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া। মিরপুরের কাজ শেষে ঢাকার বাইরে স্টেডিয়াম গুলোতেও একই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। হোম অব ক্রিকেট খ্যাত এই স্টেডিয়াম বিশ্বমানের ভেন্যু হিসেবে ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে সুনাম অর্জন করেছে।  গত কয়েক বছর টানা ম্যাচ আয়োজন করায় আউট ফিল্ডের সংস্কার করা সম্ভভ হয়নি। তবে, টাইগারদের দেশের বাইরে ব্যাস্ত সূচিতে বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে। তাইতো দীর্ঘ আট বছর পর মিরপুরের এই মাঠের আউট ফিল্ডের কাজ শুরু করেছে বিসিবি। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান ল্যাব স্পোর্টস এই সংস্কারের কাজ করছে বলে জানালেন হানিফ ভূইয়া। ৬৫ লাখ টাকা ব্যায়ে তিনটি ধাপে আগামী সাড়ে চার মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানান তিনি। পরে ভারতের কলকাতা থেকে উন্নত মানের ঘাস এনে মাঠে বোপন করার হবে বলে জানালেন গ্রাউন্ডস কমিটির এই চেয়ারম্যান। জনপ্রিয় এই ভেন্যুর উন্নয়নে খুব শীঘ্রই আরো নানা উদ্যোগ গ্রহনের আশ্বাসও দিলেন বিসিবির এই পরিচালক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি