ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিরপুরের দু:স্মৃতি ফিরে না আসুক প্রেমাদাসায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজকের ম্যাচে চাঙা বাংলাদেশ নামবে স্নায়ুচাপে থাকা ভারতের বিপক্ষে। কারণ এর আগে সিরিজে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ভারত জিতেছে লড়াই করে। তবে ফাইনাল কথাটি মনে হলেই নিযুত ক্রিকেটমোদীর মানসপটে ভেসে উঠে দু:স্মৃতি। কারণ ফাইনালে বাংলাদেশের রেকর্ড মোটেও সুখকর নয়।
ফাইনাল মানেই বাংলাদেশের ক্রিকেটে এক দুঃস্বপ্নের মঞ্চ! যে মঞ্চে অনেক স্বপ্ন ভঙ্গের গল্প আছে। তবে রোববার ভারতের বিপক্ষে বেদনার এই গল্পগুলো পরিবর্তনের সুযোগ থাকছে। তাই বাংলাদেশ যে কোনও মূল্যেই চাইবে মিরপুর স্টেডিয়ামে দুই বছর আগে এশিয়া কাপে যেমনটি হয়েছিল, প্রেমাদাসায় যেন তা আবার ফিরে না আসে।
৬ মার্চ ২০১৬ সালে মিরপুরের সেই ম্যাচটি ছিল দু:স্মৃতিতে মোড়ানো। তারপর ১৮ মার্চ ২০১৮।  প্রায় দুই বছর পর আরও একটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ও মুশফিকের ভুলে ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। শেষ চার বলে জয়ের জন্য যখন প্রয়োজন দুই রান। মুশফিক-মাহমুদউল্লাহ তখন অহেতুক শট খেলতে গিয়ে আউট হন। শেষ পর্যন্ত চার বলে তিন উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের ইতিহাস পাল্টানোর দায়িত্বটা রোববার অনেকাংশে এই দুই ব্যাটসম্যানকেই নিতে হবে!
শুধু মিরপুর কেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স একেবারেই বাজে।
এই ম্যাচের আগে পরিসংখ্যান ঘেটে বাংলাদেশকে কোনওভাবেই এগিয়ে রাখা যাবে না। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে কোনো জয় নেই মুশফিকদের। সবমিলিয়ে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছে দুই দল। যার সবগুলোই জিতেছে ভারত। তাই আজ মুক্ষম সুযোগ প্রতিশোধ নেওয়ার। অচলায়তন ভাঙার।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি