ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মিশররে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত

প্রকাশিত : ১৬:৪৫, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৫, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিশররের সিনাইয়ের উত্তরাঞ্চলের এক চেক পয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ হামলায় তিন হামলাকারীও নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ সেনা। মিশরের সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের পর হামলাকারীদের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে। এর কিছুসময় আগে এলআরিশ শহরের কাছের এক চেকপয়েন্টে রকেট বোমা বিস্ফোরণ হয়। পরে গুলি চালায় মুখোশধারী একজন। এ হামলায় প্রাণ হারান ৩ পুলিশ সদস্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি