ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাতা দেয়ার জন্য বরাদ্দ চেয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী

প্রকাশিত : ১৪:৫৯, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দুই ঈদ এবং ২৬ শে মার্চ ও ১৬ ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাতা দেয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে বাজেটে বছরে ৪০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার সংসদে বাজেট আলোচনায় মুক্তিযোদ্ধা মন্ত্রী আরও বলেন, এবছরই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সারদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, আশুগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত ৯০০ কিলোমিটার নদী পথ খননের কাজ খুব শীঘ্রই শুরু হবেভ। সদরঘাট এবং বরিশাল লঞ্চ টার্মিনালকে আধুনিকায়নের কাজও খুব দ্রুতই শুরু হবে। অন্যান্য সদস্যরা বলেন, বাজেট বাস্তবায়ন করেই সমালোচকদের জাবাব দিতে হবে। এছাড়া তামাকজাত পন্যে ভ্যাট আরও বাড়ানোর দাবী জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি