ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মুজিব শতবর্ষ উপলক্ষে বশেমুরবিপ্রবিতে রচনা প্রতিযোগিতা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৬, ১৯ অক্টোবর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা ” বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

আজ সোমবার মুজিব শতবর্ষের পুস্তক প্রকাশনা কমিটির সদস্য সচিব ড. মো. রজিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

পুস্তক প্রকাশনা কমিটির সদস্য সচিব ড. মো. রাজিউর রহমান বলেন, 'শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন দর্শনের প্রতি আকৃষ্ট করা বা বঙ্গবন্ধুকে জানার জন্য আমাদের একটি প্রয়াস। আশা করি, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে, বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।

তিনি আরও জানান, মুজিব বর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রচনা প্রতিযোগিতা একটি।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি