ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মেসিকে ফেরার অনুরোধ জানিয়ে প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় হাজারো সমর্থক

প্রকাশিত : ১৩:৪৪, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে রিওনেল মেসিকে ফেরার অনুরোধ জানিয়ে প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় নেমেছে হাজারো সমর্থক। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তায় বৃষ্টিতে বিজে এক র‌্যালিবের করে বিপুল সংখ্যক সমর্থক। বিশ্বজুড়ে অগণিত ভক্ত-সমর্থক থেকে শুরু করে তার সতীর্থরাও মনে প্রাণে চাইছেন মেসি যেন অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। দেশের হয়ে বারবার স্বপ্ন ভঙ্গের হতাশায় লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে সময়ের সেরা তারকাকে ফিরে ফাওয়ার আকুতি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর জাতীয় দলকে হঠাৎই বিদায় বলে দেন মেসি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি