ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মেসির জোড়া গোল, বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

জোড়া গোল করে বার্সেলোনাকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। এর ফলে আলাভেসের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

রক্ষণাত্মক আলাভেসের বিপক্ষে শুরু থেকেই বলের দখল নিয়েছিল বার্সেলোনা। তবে গোলের সব শট যাচ্ছিল গোলরক্ষক বরাবর, ফলে গোলের দেখা হচ্ছিল না।

ম্যাচের প্রথম ৩১তম মিনিটে ভালো সুযোগটা পেয়েছিল স্বাগতিকরাই। জেরার্দ পিকেকে গতিতে হারিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন রুবেন সোবরিনো। তবে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

আর ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টিতে মেসির ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি বার্সেলোনার। ঠিক আন্দাজ করে ডানে ঝাঁপিয়ে শট ঠেকিয়ে দেন ফের্নান্দো পাচেকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইবাইয়ের নিচু ক্রসে মানু গার্সিয়া পা লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি আলাভেস। ৫৫তম মিনিটে অবশেষে গোলের দেখা পান মেসি। জর্দি আলবার কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে শট নেন মেসি। বল এক খেলোয়াড়ের পায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।

৬৬তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে পাকো আলকাসের বাড়ান মেসিকে। লা লিগায় ৩৫১তম গোলটি করতে কোনো ভুল করেননি পাঁচ বারের বর্ষসেরা এ তারকা।

৭৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে না লাগলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটাই চলে আসত তাঁর ঝুড়িতে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি